১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ন ১৪৩০, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শীতলক্ষ্যায় ভেসে উঠলো গলায় কলসি বাঁধা লাশ

- ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দু’দিন পর শীতলক্ষ্যা নদীতে ওমর আলী (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকা থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।

ওমর আলী রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকার মরহুম ফৈজদ্দিনের ছেলে।

ইছাপুড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) আমিরুল সিকদার জানান, ‘শনিবার সন্ধ্যার দিকে তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার গলার সাথে একটি পানি রাখার কলসি বাঁধা অবস্থায় পাওয়া যায়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, হত্যার পর গুমের জন্য লাশটির গলায় কলসি বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে যায়। পরে ছেলে শফিকুল ইসলাম তার বাবা ওমর আলীর লাশ শনাক্ত করেন। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে, গেল শুক্রবার সকাল থেকে ওমর আলী নিখোঁজ রয়েছে মর্মে ছেলে শফিকুল ইসলাম রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

সূত্রে জানা গেছে, ওমর আলীর আরেক ছেলে রফিকুল ইসলাম একই এলাকার লিপি আক্তার নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই রফিকুল ইসলাম ও লিপি আক্তার মিলে ওমর আলীকে নানাভাবে অত্যাচার ও ভয়ভীতি দেখাতো। এছাড়া উচ্ছৃঙ্খল চলাফেরাও করতো। এ কারণে তিনি রফিকুল ইসলামকে ত্যাজ্যপুত্র করে দেন। গত প্রায় ছয় মাস আগে ছেলে রফিকুল ইসলাম মারা যান। এরপর লিপি আক্তারের কোনো জায়গা জমি না থাকায় ওমর আলী নিজ বাড়িতে একটি ছাপড়া ঘরে এক মাসের জন্য লিপি আক্তারকে থাকতে দেন। এক মাস পার হওয়ার পর লিপি আক্তারকে ছাপড়া ঘর ছেড়ে দিতে চাপ প্রয়োগ করে শফিকুল ইসলাম ও তার বাবা ওমর আলী।

এ নিয়ে গত ৮ সেপ্টেম্বর লিপি আক্তারসহ লিপি আক্তারের বাপের বাড়ির লোকজন মিলে শফিকুল ইসলামকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় শফিকুল ইসলাম রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সম্পত্তি থেকে বঞ্চিত করা নিয়ে কয়েক মাস ধরেই লিপি আক্তারের সাথে ওমর আলী ও শফিকুল ইসলামের বিরোধ চলে আসছে।

এদিকে, ছেলে শফিকুল ইসলাম দাবি করেন, সম্পত্তিকে কেন্দ্র করেই তার বাবা ওমর আলীকে হত্যা করে গুমের উদ্দেশ্যে কলসির সাথে বেঁধে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মেহেদী হাসান বলেন, লাশ উদ্ধার করে নৌ-পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে পাঠিয়েছেন। হত্যাকাণ্ড উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আরো সংবাদ



premium cement
নাঙ্গলকোটে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু নৌবাহিনীর জাহাজ ২১ নভেম্বর সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে দেশ টিভির এমডি আরিফ ২ দিনের রিমান্ডে যুদ্ধবিরোধী বিক্ষোভ আয়োজন করতে যাচ্ছে রাশিয়ার নির্বাসিত বিরোধী দল গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাককর্মী নিহত জীবননগরে বন্ধুর বউকে নিয়ে উধাও বিধ্বস্ত বাইত লাহিয়া, উদ্ধার করা যাচ্ছে না আহতদের ইসরাইলে প্রায় ৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর : সেনাবাহিনী স্বর্ণ চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অঙ্গীকার এনবিআর চেয়ারম্যানের জানুয়ারিতেই প্রাথমিকের সব শিক্ষার্থীরা বই পাবে : উপদেষ্টা বিধান ‘ভারতের সাথে সম্পর্ক হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, প্রভুর সাথে গোলামের নয়’

সকল