১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

গাজীপুরের কালীগঞ্জে ছেলের মৃত্যুর শোকে মায়ের মৃত্যু

মো: তরিকুল ইসলাম তারেক - ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের কালীগঞ্জে ছেলে মো: তরিকুল ইসলাম তারেকের (৩৫) মৃত্যুর শোক সইতে না পেরে মা হাসনারা বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। এ সময় মা ও ভাইয়ের মৃত্যুতে বড় বোনকেও অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (১৬ নভেম্বর) ছেলে তারেকের মৃত্যুর ১২ ঘণ্টা পর তার মা হাসনারা বেগমও মারা যান।

এর আগে শুক্রবার রাতে উপজেলার নাগরী ইউনিয়নের রাথুরা গ্রামের মালেক আকন্দের ছোট ছেলে মো: তরিকুল ইসলাম তারেক (৩৫) মস্তিষ্কের রক্তপ্রবাহ বন্ধ হয়ে মারা যান।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ‘ওই সময় মা ও ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে তারেকের বড় বোন হালিমা বেগম (৪৫) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় পরিবারের সদস্যরা তাকে জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বোন হালিমা বেগমের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এলাকাবাসী।’

এলাকাবাসী আরো জানায়, ‘মালেক আকন্দের চার ছেলে ও এক মেয়ে। ভাই বোনের মধ্যে তারেক সবার ছোট। তারেকের সাড়ে তিন বছরের একজন মেয়ে রয়েছে।’


আরো সংবাদ



premium cement