ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া কমেছে ৫ টাকা
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- ১৬ নভেম্বর ২০২৪, ২০:০৬
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ডিজেলচালিত বাসের ভাড়া পাঁচ টাকা কমিয়ে ৫০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নারায়ণগঞ্জ জেলা কমিটি।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
এ সময় আগামীকাল রোববার যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার করার অনুরোধ করেন বিআরটিএ জেলা সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ‘২০২২ সালে বিআরটিএ থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ভাড়া ৫৫ টাকা করা হয়েছিল। ২০২৪ এর এপ্রিলে ভাড়া নির্ধারণ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেসময় ভাড়া ৫৩ টাকা হয়েছিল কিন্তু বাস মালিকরা ৫৫ টাকা নিয়েছেন। এ বিষয়ে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি ছিল বাসভাড়া ৪৫ টাকা করা হোক। এজন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটি কমিটি করে দেই। তারা দীর্ঘ দিন এ বিষয়ে কাজ করছেন। তারা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বাস মালিকদের সাথে কথা বলেছেন।’
তিনি বলেন, ‘এপ্রিলের পর ডিজেলের দাম তিন পয়সা কমানো হয়েছে। আগে বাসগুলো শাপলা চত্বর হয়ে বাইতুল মোকাররম আসত। কিন্তু ফ্লাইওভার হবার পর এটা আর করতে হয় না। তাই আমরা মাইলেজ আবার পরিমাপ করেছি। এখানে বাস মালিকদেরও লাভের বিষয় আছে।’
তিনি আরো বলেন, ‘৪৫ টাকা ভাড়া আমরা নির্ধারণ করতে পারব না। সকলের দাবির প্রতি শ্রদ্ধা রেখে, শহরের যেকোনো পয়েন্ট থেকে বাসভাড়া ৫০ টাকা নির্ধারণ করলাম। আজই এ ঘোষণার প্রজ্ঞাপন জারি করা হবে।’
জেলা প্রশাসক বলেন, ‘যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে আগামী সোমবার থেকে আমাদের নির্ধারণ হারে (৫০ টাকা) ভাড়া কার্যকর হবে।’
তিনি বলেন, ‘বাসভাড়া কামানোর দাবিতে যাত্রী অধিকার একটি কর্মসূচি ঘোষণা করেছে। তাদের অনুরোধ করব, ৫০ টাকা নির্ধারণ করলাম। এটি মেনে নিয়ে আগামীকাল আধাবেলা হরতালের যে ঘোষণা দিয়েছে সেটি তারা আজ প্রত্যাহার করবেন। আশা করি, যাত্রী অধিকার ও বাস মালিকদের যে দাবি তা আজকের ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে।’
কোনো চাঁদাবাজি প্রশ্রয় দেয়া হবে না জানিয়ে বাস মালিকদের তিনি বলেন, ‘পরিবহনখাতে যদি চাঁদাবাজির কোনো ঘটনা ঘটে সেটি আমরা কঠোর হাতে দমন করব। আপনাদের যদি কোনো চাঁদাবাজির শিকার হতে হয় তাহলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা