২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

উপদেষ্টা ফারুকীকে নিয়ে কঠোর বার্তা চরমোনাই পীরের

সমাবেশে বক্তব্য দিচ্ছেন মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম - ছবি : নয়া দিগন্ত

সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের শিবচর শাখার আয়োজনে ছাত্র-জনতার গণবিপ্লবে গণহত্যার বিচারের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ক্ষমতার মসনদে বসে ফারুকীসহ বিতর্কিতদের উপদেষ্টা বানানো হচ্ছে অভিযোগ করে ফয়জুল করীম বলেন, ‘ফারুকীকে কোন যোগ্যতায় উপদেষ্টা করা হয়েছে। যদি ফারুকীকে পদত্যাগ করতে বাধ্য করা না হয় তাহলে কঠোর কর্মসূচি দেয়া হবে।’

আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য নেই মন্তব্য করে ফয়জুল করীম আরো বলেন, ‘যে ফ্যাসিস্টের বিরুদ্ধে এদেশের মানুষ আন্দোলন করেছে চিহ্নিত একটি রাজনৈতিক দল তাদের সাথে হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে বেঈমানী করছে। তারা এদেশের মানুষের আবেগের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় যেতে চায়।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এদেশের মানুষ আন্দোলন করে জীবন দিয়েছে। আর উপদেষ্টা বানানো হচ্ছে বিদেশী চাটুকারদের। যারা ইসলাম ও দেশের দুষমন তাদেরকে সাধারণ মানুষ মেনে নেবে না।’

ইসলামী আন্দোলনের নায়েবে আমির বলেন, '১৯৭১ সালের পর থেকে যারা ক্ষমতায় ছিল তারা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেনি। শোষণ, নির্যাতন, নিপীড়ন এবং লুটতরাজের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে রেখেছিল। অবশেষে ছাত্র-জনতার আন্দোলনে এদেশের মানুষ আবারো বাংলাদেশ স্বাধীন করেছে।’

এ সময় তিনি বলেন, ‘ইসলামী শাসন কায়েম হলে দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ পাবেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফরাজী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর, ইসলামী আন্দোলন বাংলাদেশ দফতর সম্পাদক লোকমান হোসেন জাফরী।

এ সময় আরো উপস্থিত ছিলেন শিবচর ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আকরাম হুসাইন, এ বিএম এমদাদুল হক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফরিদপুর বিভাগ সভাপতি সংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হক, মাওলানা রফিকুল ইসলাম নাসির মোল্লা।

ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা হাফেজ জাফর আহমেদ সভাপতিত্বে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল হক মল্লিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, শিবচর উপজেলার শাখা বাংলাদেশ মুজাহিদ কমিটির প্রধান মাওলানা আব্দুস সালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা সেক্রেটারি মোহাম্মদ মনিরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখা সভাপতি মো: কাজী ইসমাম।


আরো সংবাদ



premium cement
জামায়াত-শিবিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা অধ্যক্ষের অপসারণ দাবি ইতিবাচক রাজনীতি সূচনা করতে চেষ্টা চালাচ্ছে জামায়াত : রেজাউল করিম জেসিও আমিনুল ইসলামের বক্তব্য তার একান্ত ব্যক্তিগত মন্তব্য : আইএসপিআর পাইকগাছায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ফেনীতে ফসলি জমির মাটি কাটায় ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা দুর্ঘটনা নাকি নাশকতা : জনমনে উদ্বেগ নানা প্রশ্ন ওমরা পালন আরো সহজ করার উদ্যোগ সৌদির ফের ক্যান্সারে আক্রান্ত বাশারের স্ত্রী কটিয়াদীতে ছাত্র আন্দোলনের সমন্বয়ককে কুপিয়ে জখম কেএফসি এখন রাজশাহী ও কুমিল্লায় ইউক্রেনের গুপ্তহত্যার চক্রান্ত ব্যর্থ করে দেয়ার দাবি রাশিয়ার

সকল