১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

মনোহরদীতে চোর সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা - ছবি : প্রতীকী

নরসিংদীর মনোহরদীতে চোর সন্দেহে ফজলুর রহমান (৫০) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৬ নভেম্বর) উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফজলুর রহমান একই উপজেলার খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামের মরহুম মোক্তার উদ্দিনের ছেলে এবং স্থানীয় খিদিরপুর বাজারের মুদি ও কাঁচামাল ব্যবসায়ী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘দৌলতপুর গ্রামের আমির হোসেনের বাড়িতে অটোরিকশা চুরি করতে গেলে ফজলুর রহমানকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর পাশের গ্রামের খোকা মিয়ার পুকুর পাড়ে নিহতের লাশ ফেলে যান আমির হোসেন।

নিহতের স্বজনের সাথে কথা বলে জনা যায়, ‘ফজলুর রহমানের কোনো সময় চুরির স্বভাব ছিল না। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিল। প্রবাস থেকে আসার পর কিছু দিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। এমনিতে তার কোনো শত্রু ছিলনা। কী কারণে তাকে মারা হয়েছে আমরা বুঝতে পারছি না। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ হত্যার তদন্ত করলে বিস্তারিত জানা যাবে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুয়েল হোসেন বলেন, ‘চোর সন্দেহে তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


আরো সংবাদ



premium cement
অন্তর্বর্তী সরকারকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে : রিজভী নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান বদিউল আলমের হামলার শিকার মার্কিন রণতরী অনেকটা পালিয়ে বেড়াচ্ছে : হাউছি প্রধান ‘স্বৈরাচার সরকারের লোকজন শিক্ষিত হলেও নৈতিক জ্ঞান ছিল না’ পুলিশকে জনগণের বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে : আইজিপি যুদ্ধাপরাধের জন্য ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বোরেলের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার আহত ও শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীন থাকার সুযোগ নেই : সেলিম উদ্দিন দুই বছরের মধ্যে প্রথম ফোনালাপ করলেন পুতিন ও জার্মান চ্যান্সেলর পাকিস্তান-বাংলাদেশ জাহাজ চলাচল উপমহাদেশের ইতিহাসে টার্নিং পয়েন্ট! ‘দেশকে কল্যাণ রাষ্ট্র করতে জনগণের নেতা হতে হবে’

সকল