১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

পল্লবীতে দুই শিশুপুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা

পল্লবী থানা - ছবি - ইন্টারনেট

ঢাকার পল্লবীতে দুই শিশু সন্তানকে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন এক বাবা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহত দুই শিশুই ছেলে। তাদের নাম রোহান (৭) ও মুসা (৩)। তাদের বাবার নাম মো: আহাদ (৪০)।

শনিবার দুপুরে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মাজেদুল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে। এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement