১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২৩ দিন পর কাজে ফিরলেন গাজীপুরের টিএনজেড কারখানার শ্রমিকরা

টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন পর খুলে দেয়া হয়েছে - ছবি - ইন্টারনেট

বেতন-ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন পর খুলে দেয়া হয়েছে।

আজ শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগদান করেছেন। এছাড়া জেলার অন্যান্য কারখানাগুলোর পরিবেশও স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

এর আগে, ওই কারখানা কর্তৃপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের দেয়া কথা অনুযায়ী, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সকল শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করা হয়।

কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সর্বশেষ বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমবার রাত ১০টা পর্যন্ত টানা তিন দিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। গত বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানার সামনে নোটিশ টাঙিয়ে দেয়া হয় শনিবার থেকে কারখানা খোলা থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকরা যথারীতি আজ সকাল থেকে কাজে যোগদান করেছেন।

টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মো: হেদায়তুল হক বলেন, বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এছাড়া আরো কিছু বকেয়া রয়েছে, যেগুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে। শনিবার সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। আমি আশা করছি আর কোনো সমস্যা হবে না। কারখানার এই সঙ্কট সমাধান করার জন্য আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিবসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উল্লেখ্য, গাজীপুরের মোগরখাল এলাকায় টিএনজেড অ্যাপারেলসের পাঁচটি কারখানা আছে। এসব কারখানায় সাড়ে ছয় হাজার শ্রমিক কাজ করেন। বকেয়া বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে সোমাবার রাত ১০টা পর্যন্ত টানা বিক্ষোভ ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের বিপক্ষে খেলতে শক্তিশালী দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের ‘ইসকন নিষিদ্ধের কথা বলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পাঁয়তারা চলছে’ প্রযুক্তিখাতে ক্যারিয়ার গড়তে মালয়েশিয়ার পলিটেক বিশ্ববিদ্যালয়ের ছাড় ২৮ বছরে প্রথমবার কলকাতার বইমেলায় নেই বাংলাদেশ ফ্যাসিষ্ট সরকার পালিয়ে গেলেও, তার দোসররা এখনো আছে : ব্যারিষ্টার খোকন প্রতিশোধ নিতেই সম্পর্ক, অতঃপর শ্বাসরোধে হত্যা করা হয় আলোচিত টিকটকার মুন্নিকে হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটকের কাজ করেছে : ড. ইফতেখারুজ্জামান দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে অস্ট্রিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ দক্ষিণ চীন সাগর নিয়ে শি’র কাছে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর সিরাজদিখানে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সকল