১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

গজারিয়ায় কিশোরের হাতের কবজি কেটে নিল প্রতিপক্ষ

- ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাব্বির (১৭) নামের এক কিশোরের হাতের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

শুক্রবার দুপুরে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহতের বড় ভাই সাইদার (৩৩) বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে জখম করে।

এ ঘটনায় আহত সাব্বিরের বাবা শাহজালাল মিয়া ছয়জনের নাম অন্তর্ভুক্ত করে গজারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

সাব্বিরের বাবা শাহজালাল মিয়া অভিযোগ করে জানান, ‘তার সাথে প্রতিবেশী আব্দুর রশিদের জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুর রশিদ ও তার ছেলে সোহান ইসলামসহ পাঁচ থেকে ছয়জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ বাড়িতে এসে তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শ্লীলতাহানী করে। তখন তার ছোট ছেলে সাব্বির এগিয়ে এলে তাকে মাথায় কোপ দিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় মাথার কোপ হাতে ফেরানোর চেষ্টা করলে বাম হাতের কব্জি থেকে বৃদ্ধা আঙুলসহ তালু অর্ধেক বিছিন্ন হয়ে যায়। এ সময় তার বড় ছেলে সাইদার এগিয়ে গেলে তাকেও হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাদের সঙ্কটাপন্ন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

সাব্বিরের মা শান্তি বেগম বলেন, ‘আমার ছেলে সামনে এসএসসি পরীক্ষা দিবো। আমার ছেলেকে যারা অন্যায়ভাবে কুপিয়ে হাত ফালাই দিছে, আমি তাদের বিচার চাই। আমার ছেলে এখন পঙ্গু হয়ে গেল। আমার ছেলের হাত ফেরত চাই।’

এদিকে, অভিযুক্ত আব্দুর রশিদ জানান, ‘তাদের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। তারা কাউকে কোপ দিয়ে কব্জি বিচ্ছিন্ন করেনি। তাদের নিজেদের কোপেই কব্জি বিচ্ছিন্ন হয়েছে।’

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement