১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`
শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে

- ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সব কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন ভিসি অধ্যাপক এ এস এম আমানুল্লাহ্।

শুক্রবার রংপুরের পীরগঞ্জে জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে দেখা করে তিনি এ কথা বলেন। এর আগে তিনি আবু সাঈদের বাড়িতে পৌঁছান।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মোস্তাফিজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আজ দুপুর ২টায় জুম্মার নামাজের পর ড. এ এস এম আমানুল্লাহ রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া গ্রামে শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে পৌঁছান। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের স্মরণে তিনি দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদ আবু সাঈদ সহ সকল শহীদের আত্মার মাগরেফাত কামনা করেন।

ভিসি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শহীদ বীর আবু সাঈদের রক্তের ওপর যে নতুন বাংলাদেশ আজ দাঁড়িয়ে আছে, তা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শহীদ আবু সাঈদের পরিবারকে একটি অনুদানের চেক হস্তান্তর করেন।

ভিসি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান আইকন শহীদ আবু সাঈদ এবং শহীদ মুগ্ধর নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্থায়ী স্মৃতি ফলক স্থাপন করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন দেশব্যাপী সমস্ত কলেজে শহীদ আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশীপের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।’

তিনি আরো বলেন, ‘দেশের সমস্ত কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনের নিহত শহীদদের নামে কলেজের ভিতরে অবস্থিত বিভিন্ন স্থাপনার নামকরণের উদ্যোগ জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করবে যাতে আমাদের আগামীর বাংলাদেশ প্রজন্ম থেকে প্রজন্মে এই জাতীয় বীরদের আত্মত্যাগকে স্মরণ করতে পারে।’


আরো সংবাদ



premium cement