১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

রাজধানীতে ডাকাতের ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ - ছবি - ইন্টারনেট

রাজধানীর ধানমন্ডিতে ডাকাতের ছুরিকাঘাতে এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামে যুক্তরাজ্য প্রবাসী এক চিকিৎসক নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী সুফিয়া রশিদ।

বৃহস্পতিবার রাতে ধানমন্ডির ২৯৪/১ ৮/১ বাসার পাঁচতলার দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।

প্রতি বছর সেপ্টেম্বরে ঢাকায় আসেন প্রবাসী চিকিৎসক দম্পতি এ কে এম আব্দুর রশিদ ও সুফিয়া রশিদ। কয়েক মাস থেকে ডিসেম্বরে চলে যান। এবারো এসেছিলেন এই দম্পতি।

দু’জনকে হাসপাতালে নিয়ে আসা ভাড়াটিয়া বাঁধন বলেন, ‘রাতে ডাকাত দল বাসায় ঢুকে অস্ত্রের মুখে এই দম্পতিকে জিম্মি করে। ডাকাতি করার সময় বাধা দিলে দু’জনকে কুপিয়ে গুরুতর জখম করে ডাকাতরা। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।’

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো: ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।


আরো সংবাদ



premium cement