সিংগাইরে চাঁদাবাজির মামলায় ২ সংবাদকর্মী জেলহাজতে
- সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ২১:৪২
মানিকগঞ্জের সিংগাইরে চাঁদাবাজির মামলায় মো: মোশারফ হোসেন মোল্লা ও আবদুল গফুর নামে দু’ সংবাদকর্মীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক দোলন বিশ্বাস শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলী গ্রামের কৃষি উদ্যোক্তা আনোয়ার শিকদার ওই দু’জনের নামে মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, ‘মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগী আনোয়ার শিকদারের ম্যানেজারের কাছে মোশারফ এবং গফুর এক লাখ টাকা চাঁদা দাবি করে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। বাকি ৯০ হাজার টাকার জন্য বিভিন্ন সময়ে হুমকি দিলে ভুক্তভোগী আদালতে এ মামলা দায়ের করেন।’
সিংগাইর থানার এসআই মো: হাবিবুর রহমান বলেন, ‘মামলার তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে গত ২২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করি। ধার্য তারিখে দু’ সংবাদকর্মী আদালতে জামিন নিতে গেলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ দু’ সংবাদকর্মীর বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।’
উল্লেখ্য, মো: মোশারফ হোসেন মোল্লা আনন্দ টিভির সিংগাইর প্রতিনিধি ও আবদুল গফুর জে টিভির প্রতিনিধি।