১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

কিশোরগঞ্জে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক

কিশোরগঞ্জে যুবকের লাশ উদ্ধার - ছবি : নয়া দিগন্ত

কিশোরগঞ্জের কটিয়াদীতে গলায় ফাঁস দেয়া শাহীন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

শাহীন উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামের তৈয়ব উদ্দীনের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, পৌরসভার পশ্চিম পাড়ায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি। প্রথম স্ত্রী সুলতানা রাজিয়া (২৭) ও নিহত শাহীনের মা-বাবা দাবি করে বলেন, নিহত শাহীনকে ঘুমের ঔষধ খাইয়ে পরিকল্পিতভাবে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তার হত্যা করেছেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় জড়িত সন্দেহে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা আক্তারকে (২৭) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement