মহিষের গাড়িতে ধাক্কা খেয়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা
- ১৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৪
টাঙ্গাইলের ঘাটাইলে বাঁশ-ভর্তি মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই দুই বন্ধু হলেন উপজেলার সাগরদিঘী ইউনিয়নের জোড়দিঘী ফজরগঞ্জ এলাকার প্রবাসী মো: আলমগীর হোসেনের ছেলে জুয়েল রানা (২০) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শাহাদত হোসেন (১৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা জোড়দিঘী বাজার এলাকা থেকে সাগর দিঘী বাজারে ঘুরতে বের হন। সাগরদিঘী-সখিপুর সড়কের হাজীগঞ্জ এলাকায় তাদের মোটরসাইকেলটি বাঁশ-ভর্তি মহিষের গাড়ি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাঁশ-ভর্তি মহিষের গাড়ির সাথে ধাক্কা লেগে সড়কে আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
জোড়দিঘী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনোয়ার হোসেন জানান, ‘মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা