শিবালয়ে বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন
- মো: কোহিনূর ইসলাম, শিবালয় (মানিকগঞ্জ)
- ১৪ নভেম্বর ২০২৪, ১২:৪২
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বিআইডব্লিউটিএয়ের ড্রেজিং মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার আরিচা ঘাট এলাকায় বিআইডব্লিউটিএয়ের ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটএয়ের সিকিউরিটি গার্ড তোতা মিয়া বলেন, ‘লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫টি পাইপে আগুন লাগে। আগুন সূত্রপাতের বিষয়টি এখনো বুঝতে পারছি না।’
সংশ্লিষ্টরা মনে করেন, বিষয়টি নিয়ে সঠিক তদন্ত হওয়া প্রয়োজন। ঘটনাটি নাশকতা কি না তা দেখা দরকার।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো: আব্দুল হামিদ মিয়া বলেন, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। এ ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষয় এখনো কিছু বোঝা যাচ্ছে না।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা