বারিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরস্কার বিতরণ
- মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর
- ১৩ নভেম্বর ২০২৪, ২২:১৮
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারী অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের উদ্যোগে কৃষিযন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরস্কার বিতরণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) বারির এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে এ পুরস্কার বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ।
এ সময় বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো: এনিরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো: মতিয়ার রহমান এবং সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো: আইয়ুব হোসেন। এছাড়া বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ড. মো: নূরুল আমিন।
কর্মশালায় প্রতিভা অন্বেষনের মাধ্যমে সারা দেশ থেকে মোট চারজন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিদের মধ্যে প্রথম পুরস্কার দেয়া হয় রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার উদ্ভাবনের জন্য মো: আনোয়ার হোসেন, পাট কাটা মেশিনের জন্য হোসেন আলী বিশ্বাসকে দ্বিতীয় পুরস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ফলের গুণাগুণ বিশ্লেষণ এবং পৃথকীকরণ যন্ত্রের জন্য রিজভী আহমেদ নিলয়কে তৃতীয় পুরস্কার এবং ফুলের পরাগ রেনু শুকানোর যন্ত্র পোলেন ড্রয়ারের জন্য সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ারকে চতুর্থ পুরস্কার দেয়া হয়।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক।
কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা