১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বারিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরস্কার বিতরণ

বারিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরস্কার বিতরণ অনুষ্ঠান - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) ফার্ম মেশিনারী অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের উদ্যোগে কৃষিযন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের পুরস্কার বিতরণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বারির এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে এ পুরস্কার বিতরণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।

বারির পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বারির পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন বারির পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. আবু হেনা ছরোয়ার জাহান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ আতাউর রহমান, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো: এনিরুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. এফ এম আবদুর রউফ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো: মতিয়ার রহমান এবং সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো: আইয়ুব হোসেন। এছাড়া বারির বিভিন্ন কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (এফএমপিই বিভাগ) ও প্রকল্প পরিচালক এফএমডি প্রকল্প ড. মো: নূরুল আমিন।

কর্মশালায় প্রতিভা অন্বেষনের মাধ্যমে সারা দেশ থেকে মোট চারজন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। প্রতিযোগিদের মধ্যে প্রথম পুরস্কার দেয়া হয় রিমোট কন্ট্রোল পাওয়ার টিলার উদ্ভাবনের জন্য মো: আনোয়ার হোসেন, পাট কাটা মেশিনের জন্য হোসেন আলী বিশ্বাসকে দ্বিতীয় পুরস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় ফলের গুণাগুণ বিশ্লেষণ এবং পৃথকীকরণ যন্ত্রের জন্য রিজভী আহমেদ নিলয়কে তৃতীয় পুরস্কার এবং ফুলের পরাগ রেনু শুকানোর যন্ত্র পোলেন ড্রয়ারের জন্য সৈয়দ মুহাম্মদ মঈনুল আনোয়ারকে চতুর্থ পুরস্কার দেয়া হয়।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এরশাদুল হক।

কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের আওতায় এ গবেষণা কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানা গেছে।


আরো সংবাদ



premium cement
পেন্টাগনের কর্মকর্তাদের বরখাস্তের জন্য তালিকা করছে ট্রাম্পের দল রুয়েটে ছাত্রদলের সাথে প্রশাসনের মতবিনিময়, শিক্ষার্থীদের ক্ষোভ নওগাঁয় উপ-সহকারী প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার নাসিরনগরে হামলায় প্রধান শিক্ষক গুরুতর আহত গফরগাঁওয়ে জনতার হাতে ভুয়া ম্যাজিস্ট্রেট আটক হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে জেনেভায় আসিফ নজরুলের সাথে ‘অশোভন আচরণের’ নিন্দা সুপ্রিমকোর্ট বারের কিশোরগঞ্জে যুবকের লাশ উদ্ধার, স্ত্রী আটক শ্রম খাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে ব্রাজিলের সেকেন্ড লেডির বৈঠক দুই উপদেষ্টার অপসারণসহ ১২ দাবি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

সকল