০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

ফতুল্লায় স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ছিলেন স্বামী

ফতুল্লায় স্ত্রীকে হত্যার পর পাশে বসে আছেন স্বামী - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রী সানোয়ারাকে (৩২) ছুরিকাঘাতে হত্যার পর লাশের পাশে বসে ছিলেন স্বামী শফিকুল ইসলাম (৩৫)। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দিকে ফতুল্লা থানার কাশিপুর হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফাতার হওয়া শফিকুল ইসলাম ফতুল্লা মডেল থানার কাশিপুর হাজীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। তিনি ১৫ দিন আগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে নিজ বাড়িতে আসেন।

নিহতে সানোয়ারা ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া এলাকার মরহুম হেলাল উদ্দিনের মেয়ে বলে জানা গেছে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া স্বামী শফিকুল ইসলাম ও নিহত স্ত্রী সানোয়ারা বেগম আপন খালাতো ভাই-বোন। সুমাইয়া (১১) ও সাদিয়া (৭) নামের দু’সন্তান রয়েছে তাদের।

জানা গেছে, বুধবার বিকেলে ছোট মেয়ে সাদিয়া বাড়ির ছাদে খেলা করতে যাওয়ার সময় মা সানোয়ারা বেগমের বাধা দেন। এ সময় কথা না শুনে ছাদে খেলতে যায় সাদিয়া। এতে মা সানোয়ারা বেগম ক্ষুব্ধ হয়ে সাদিয়ার গায়ে হাত তোলেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভেতর থাকা ছুরি দিয়ে স্ত্রীর গলায়, পেটে ও বুকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগম মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে (নিহত স্ত্রী) লাশের পাশেই স্বামী শরিফুল ইসলামকে বসে থাকতে দেখেন। এ সময় রক্তমাখা ছুরিটিও উদ্ধার করেছে পুলিশ।


আরো সংবাদ



premium cement
ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক দুপুরে সূর্য উঁকি দিলেও রাত কেটেছে প্রচণ্ড ঠাণ্ডায়

সকল