১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

‘শিগগিরই নির্বাচনী রোডম্যাপ দিন’

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মীর সরফত আলী সপু - ছবি : নয়া দিগন্ত

শিগগিরই নির্বাচনী রোডম্যাপ দিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের যথাযথ উন্নয়ন করা সম্ভব নয়।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

মীর সরফত আলী সপু বলেন, ‘আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো প্রশাসনের আনাচে-কানাচে থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেই যাচ্ছে। তারা চাচ্ছে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে। তাই আমরা চাই, নির্বাচিত সরকার বসিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা হোক।’

সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, খতমে নবুয়াত সংরক্ষণ কমিটির আমির আব্দুল হামিদের বড় ছেলে আব্দুল্লাহ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জমিরুল হক, সাংবাদিক সামসুজ্জামান পনির, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক বিশ্বজিৎ সরকার, সাহিত্য বিষয়ক সম্পাদক এম ডানিয়াল রেজা আশরাফ, আব্দুল্লাহ আল মাসুদ, রিদয়, আমিনুল ইসলাম লিপু, সোভন সারোয়ার, আল রাফি, আরিফ হোসেন হারিছ, আমির হোসেন ঢালী, বাবু, মিজানুর রহমান চন্দন প্রমুখ।


আরো সংবাদ



premium cement