আড়াইহাজারে কওমি মাদরাসা ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা মহাসম্মেলন
- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
- ১৩ নভেম্বর ২০২৪, ১৫:০৯
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তবলীগ, কওমি মাদরাসা ও দ্বীন রক্ষার লক্ষ্যে ওলামা-মাশায়েখদের এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে আড়াইহাজার বাজার জামে মসজিদের পশ্চিম পাশের মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জের প্রতিনিধি আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আহ্বায়ক মাওলানা আইয়ুব, মুফতি আব্দুল আউয়াল হক, মুহাদ্দিস মাহবুব রহমান, মুফতি বশির উল্লাহ, মুফতি এহতেশামুল হক কাসেমী, মুফতি নুরুল্লাহ হাশেমী, মুফতি নুরুল্লাহ গহরী, মুফতি এহতেরামুল হক ওজানী, মুফতি আব্দুল কাদির, মুফতি আশেক এলাহী হামিদী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর আলম জিহাদী, মাওলানা ওমর ফারুক আনসারী ও মাওলানা আতাউল্লাহ নেওয়াজী প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে ঘোষণা পত্র পাঠ করেন মুফতি আব্দুল কাদের।
সম্মেলনে বক্তারা বলেন, কোনো অবস্থাতেই আড়াইহাজারে সাদ পন্থিদের ইজতেমা করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য, আগামী ২১, ২২ ও ২৩ নভেম্বর আড়াইহাজারে সাদপন্থিদের তিন দিনব্যাপী ইজতেমা হওয়ার কথা রয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা