১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কেরাণীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

কেরাণীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার - ছবি : প্রতীকী

ঢাকার কেরাণীগঞ্জে দীর্ঘদিনের স্পর্শকাতর ধর্ষণ মামলার প্রধান সন্দেহভাজন ওয়াসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।

মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব-৩ ও র‌্যাব-১০-এর একটি দল এই যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওয়াসিম (৪৭) ঢাকার ওয়ারীর মরহুম গিয়াস উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কেরাণীগঞ্জে পালিয়ে ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় নির্বাচন সংক্রান্ত কাজের সময় নির্যাতিতার সাথে প্রথম দেখা হয় ওয়াসিমের। এই পরিচয়টি ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগী নারী তালাকপ্রাপ্ত জানার পরেও ওয়াসিম প্রেম এবং বিবাহ উভয়ই প্রস্তাব দেয়।

সন্দেহভাজন ব্যক্তি ভুক্তভোগীকে বিয়ের আশ্বাস দিয়েছিলেন। তার বিশ্বাস অর্জনের জন্য পবিত্র কোরআন এবং আল্লাহর নামে একটি শপথ ব্যবহার করেছিলেন। পরে তার ভাড়া বাসা এবং অন্য সুবিধাজনক স্থানে একাধিকবার তার সাথে শারীরিক সম্পর্ক করেন।

তদন্তে আরো জানা গেছে, ওয়াসিম ভুক্তভোগীকে তার কথিত জীবনসঙ্গী হিসেবে ব্যবহার করে বিভিন্ন এনজিও থেকে বড় অঙ্কের অর্থ ঋণ নেয়ার সুযোগ নিয়েছিল। অবশেষে ভুক্তভোগী ওয়াসিমের বিয়ে ও আর্থিক বিষয় নিয়ে তার প্রথম স্ত্রী ও মেয়ের মুখোমুখি হলে তারা সমাধানের আশ্বাস দেন। তবে ওয়াসিম শেষ পর্যন্ত ভুক্তভোগীর সাথে বিয়ে নিবন্ধন বা আনুষ্ঠানিকভাবে তাকে গ্রহণ করতে অস্বীকার করেন।

২০২৪ সালের ১০ অক্টোবর ওয়াসিম উদ্দিনের বিরুদ্ধে ঢাকার সবুজবাগ থানায় আনুষ্ঠানিক অভিযোগ করেন ভুক্তভোগী। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলাটি করা হয়। মামলা দায়েরের পর ওয়াসিম ওয়ারী এলাকা থেকে পালিয়ে কেরাণীগঞ্জে আত্মগোপন করেন।

তার বিরুদ্ধে এখন আইনি প্রক্রিয়া চলছে এবং কর্তৃপক্ষের আরও তদন্ত চলছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সার আমদানির এলসি মার্জিন শিথিল করল বাংলাদেশ ব্যাংক খুলনায় ডিবি সদস্যদের ওপর হামলা, আহত ৩ বৃহস্পতিবার প্রথম ঘণ্টায় ডিএসই সূচক ৬৪.৭৩ পয়েন্ট বেড়েছে বিদেশে আসিফ নজরুলকে হয়রানি : জেনেভার কাউন্সেলরকে প্রত্যাহার শিবালয়ে বিআইডব্লিউটিএয়ের ড্রেজার পাইপে আগুন আন্দোলনে আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতারা, ৫ লাখ টাকা অনুদান রূপগঞ্জে ফতুল্লা ব্যবসায়ীর ৭ টুকরো লাশটির পরিচয় মিলেছে কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ : হাইকোর্টের রায় হাজী সেলিমের ছেলে সাবেক এমপি সোলাইমান সেলিম গ্রেফতার চুয়াডাঙ্গায় নারীর বিবস্ত্র-অর্ধগলিত লাশ উদ্ধার জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা

সকল