১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে সাভারে শ্রমিকদের সড়ক অবরোধ - নয়া দিগন্ত

ঢাকার সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা।

বুধবার (১৩ নভেম্বর) সকালে সাভারের হেমায়েতপুরে সিংগাইর সংযোগ সড়কে এজেআই গ্রুপের শ্রমিকরা অবরোধ শুরু করে। বেলা ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ রয়েছে।

তবে এজেআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক এম এ জলিল ওরফে অনন্ত জলিলের দাবি, ‘আমাদের কোনো মাসের বেতন বাকি নেই। অক্টোবর মাসের বেতন আগেই ঘোষণা করা হয়েছে আজ (১৩ নভেম্বর) পরিশোধ করা হবে।’

জানা গেছে, চলতি মাসের ১০ নভেম্বর বেতন পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা না পারায় সকাল সাড়ে ৮টা থেকে কারখানার সামনে সিংগাইর সংযোগ সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। ফলে যানবাহন চলাচলে ভয়াবহ বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন।

বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সাভার থানা কমিটির সাধারণ সম্পাদক আলী আকবর শ্রমিকদের বরাত দিয়ে নয়া দিগন্তকে বলেন, ‘অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে রেখেছে। অনন্ত জলিলের কারখানায় প্রতিমাসের বেতন নিয়মিত পরিশোধ করলেও তাদের পুরাতন একটা অভ্যাস মালিকপক্ষ আগের মাসের বেতন পরের মাসে ৫-৭ তারিখে না দিয়ে ১২-১৫ তারিখ পর্যন্ত নিয়ে ঠেকায়।’

অনন্ত জলিল নয়া দিগন্তকে বলেন, ‘আমাদের কারখানার কোনো মাসের বেতন বাকি নেই। আমাদের এজেআই গ্রুপের গত মাসের বেতন আগেই ঘোষণা করা হয়েছে যে ১৩ নভেম্বর দেয়া হবে। আসলে এটা কোনো বেতন ইস্যু না। ইস্যুটা হলো পলিটিক্যাল।’

তিনি আরো বলেন, ‘এক্সপোর্টের একটা সমস্যা ছিল। অন্য মানুষের মতো আমাদের তিন মাসের বেতন বাকি থাকে না।’

ট্যানাীর ফাঁড়ির (এসআই) মো: আমির হোসেন বলেন, ‘শ্রমিকদের সড়ক অবরোধের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তবে কারখানার পক্ষ থেকে আমাদের আগে কিছু বলেনি।’


আরো সংবাদ



premium cement