টাঙ্গাইলে ১৪৩ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ
- টাঙ্গাইল প্রতিনিধি
- ১২ নভেম্বর ২০২৪, ২১:০৭
টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীনস্থ আদালত, বিশেষ জজ আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ১৪৩ জন নতুন আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। একই সাথে সরকারি নিয়োগ আদেশ অনুযায়ী আগে নিয়োগ পাওয়া সকল আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) টাঙ্গাইলের জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আইন কর্মকর্তারা যোগদানপত্র দাখিল করেন।
জানা গেছে, টাঙ্গাইলের প্রধান সরকারি আইন কর্মকর্তা (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল বাকী মিয়া, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: শফিকুল ইসলাম (রিপন), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো: ওমারও খান (দীপু) এবং বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট মো: শাহজাহান কবির।
এছাড়া বিভিন্ন আদালতে অতিরিক্ত পিপি, সহকারী পিপি এবং অতিরিক্ত জিপি ও সহকারী জিপি হিসেবে আরো ১৪০ জনকে নিয়োগ দেয়া হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা