১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

নরসিংদীর সাবেক এমপি নারায়ণগঞ্জের মামলায় রিমান্ডে

আদালতে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা - ছবি : নয়া দিগন্ত

নরসিংদী-৩ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদিউজ্জামান শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো: কাইউম খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় আহাম্মদ আলী নামে একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় করা মামলায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছন আদালত।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লা ওরফে ডলার সিরাজকে ফতুল্লা থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। সেই সাথে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চাইলে শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন। তিনি এই মামলার ২ নম্বর আসামি।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের মাহমুদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় উল্লেখিত আসামিরা বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে গুলিবর্ষণ করেন। এতে গুলিবিদ্ধ হয়ে আহাম্মদ আলী আহত হন। এ ঘটনায় আহত আহাম্মদ আলী গত ৫ সেপ্টেম্বর ৬৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনকে আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা করেন।

এর আগে গত ১১ নভেম্বর সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরের আসাদ গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিরাজুল ইসলাম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন। তবে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন তিনি।

পুলিশ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম পিপলস ইউনিভার্সিটি নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। তখন শিক্ষার্থীরা তাকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেন। সেনাবাহিনী সিরাজুল ইসলামকে ডিএমপি পুলিশের কাছে হস্তান্তর করে। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে একাধিক মামলা থাকায় পরে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যাচেষ্টার ঘটনায় মামলা রয়েছে। তিনি ওই মামলার ২ নম্বর আসামি।


আরো সংবাদ



premium cement
হলের সিট বণ্টন নিয়ে উত্তপ্ত কুবি, প্রাধ্যক্ষের পদত্যাগ দাবি করাচি থেকে প্রথম সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে মুখরোচক খাবারে সরগরম লক্ষ্মীবাজারের স্ট্রিট ফুড ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের লাভ? মন্ত্রিসভায় চীন-পাকিস্তানবিরোধী ব্যক্তিরা! লড়াই করেও ভারতের কাছে হেরে গেল দ. আফ্রিকা মণিপুরে অত্যাবশ্যকীয় পণ্যবোঝাই ট্রাকের কনভয়ে আগুন ভারতে 'বুলডোজার-শাসন' নিষিদ্ধ করল সুপ্রিম কোর্ট ৪ উপদেষ্টার আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা পঞ্চদশ সংশোধনীর লক্ষ্য ছিল গণতন্ত্র ধ্বংস করা পৃথিবীর সুরক্ষায় ৩ শূন্যের জীবনধারা গড়তে হবে সেনাবাহিনী কত দিন মাঠে থাকবে, সিদ্ধান্ত সরকারের : সেনা সদর

সকল