১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

প্রধান শিক্ষকের নানা অনিয়মের অভিযোগে এ মহাসড়ক অবরোধ করেন তারা। একই দাবিতে প্রায় তিন মাস যাবৎ তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মৌচাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাফি আহাম্মেদ জানায়, ‘ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সাথে অসদাচরণ, ছাত্র-ছাত্রীদের অশ্লীল বকাঝকা, স্কুলের শিক্ষার মান উন্নয়নে চেষ্টা না করা, স্কুলের টাকা আত্মসাৎ-সহ নানা অভিযোগ রয়েছে।’

তাছাড়া, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যেসব ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে তাদের নামে পুলিশের কাছে তথ্য দিয়ে নানা হয়রানির অভিযোগের কারণে প্রধান শিক্ষকের অপসারণ দাবিও করেন।

তবে ছাত্র-ছাত্রীরা উল্লেখ করেন, ম্যানেজিং কমিটির কতিপয় সদস্যের যোগসাজসে প্রধান শিক্ষক এখনো স্বপদে বহাল রয়েছেন। যত দিন পর্যন্ত প্রধান শিক্ষককে তার পদ থেকে অপরসারণ না করা হবে তত দিন পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

প্রধান শিক্ষকের অপসারণের বিষয়ে ছাত্র-ছাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদের কাছে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এ সময় প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং এতে যাত্রীরা ভয়াবহ ভোগান্তিতে পড়ে। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে দুপুর ১টার দিকে রাস্তায় যানচলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে কথা বলার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গেলে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, ‘আমার কাছে একটি অভিযোগ পত্র জমা দিয়েছিল। ওই শিক্ষাপ্রতিষ্ঠানটি একটি সংস্থার মাধ্যমে চলে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালনার জন্য তাদের একটি নিজস্ব ম্যানেজিং কমিটি রয়েছে। এজন্য ওই অভিযোগ পত্রটি ওই সংস্থার কাছে পাঠানো হয়েছে। শিক্ষক অপসারণের বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি বলেন, যেহেতু প্রতিষ্ঠানটি সংস্থা দ্বারা পরিচালত তাই এ বিষয়ে সংস্থা মনোনীত ম্যানেজিং কমিটিই ব্যবস্থা গ্রহণ করবেন।


আরো সংবাদ



premium cement