১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭

কাঁচপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৭ - নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন জয় (২০), মো: জাহাঙ্গীর আলম (৪৫), মো: সুলতান (২৪), রাজু, মিজান (৩৮), রিপন (৩৮), মো: শাহজালাল। তাদের পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

প্রত্যক্ষদর্শী মুদি দোকানদার তুহিন মিয়া জানান, অপরিকল্পিতভাবে পানির কল বসানো কাজ ছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে দেখা গেছে, শ্রমিকরা আগুনে ঝলসে গেছে। দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

কাঁচপুর মডেল ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘অগ্নিকাণ্ড ঘটেছে এমন কোনো খবর কেউ আমাদের জানায়নি। জানালে অবশ্যই আমরা আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যেতাম।’

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগ কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী আনোয়ারুল আজিম বলেন, ‘সোমবার রাতে গ্যাস দুর্ঘটনার বিষয়টি আমাদের কেউ জানায়নি। তবে মঙ্গলবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। খোঁজ নিয়ে দেখছি কী ঘটনা ঘটেছে।’


আরো সংবাদ



premium cement
‘দেশের মানুষের সেবা ও কল্যাণে কাজ করে যেতে হবে’ অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায়ন ৭ ব্যাংককে ৬৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক নির্বাচনই কি গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অর্থনৈতিক উন্নয়নে দুর্নীতি দমন এক নারী নেত্রীর খোঁজে আওয়ামী লীগ রাবির ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার ‘নাতি-নাতনি’ কোটা বাতিল বগুড়ায় মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা ২৮ অক্টোবর মানুষ হত্যার মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের উদ্ভব হয়েছিল : রফিকুল ইসলাম কুমিল্লায় এইচএসসির পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন ৩৩১ জনের ‘বন্ধু রাষ্ট্রের সমালোচনা করা যাবে না, সংবিধানের বিষয়টি এখন উন্মুক্ত করা দরকার'

সকল