১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

সাভারে মাথা ও ২ হাত বিচ্ছিন্ন তরুণীর লাশ উদ্ধার

সাভারে মাথা ও ২ হাত বিচ্ছিন্ন তরুণীর লাশ উদ্ধার - ফাইল ছবি

সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারি থেকে এক তরুণীর দেহ থেকে মাথা ও দু'হাত বিচ্ছিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর।

মঙ্গলবার সকালে সাভারের বিরুলিয়া ফাঁড়ি ইন চার্জ (এসআই) মোঃ ওয়াজেদ আলী নয়া দিগন্তকে এ তথ্য জানান। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে নার্সারি থেকে লাশ উদ্ধার করা হয়। তার শরীরে কোনো পোশাক ছিল না।

পুলিশ আরো জানান, আমরা অজ্ঞাত তরুণীর প্রাথমিক পরিচয় জানতে পেরেছি। তবে নিশ্চিত না হলে এই পরিচয় এখন বলা যাবে না। লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement