শরীয়তপুরে রাস্তার পাশে ১০ ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু
- শরীয়তপুর প্রতিনিধি
- ১১ নভেম্বর ২০২৪, ১৭:২৯, আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১৭:৩৫
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত ১০ ব্যাগভর্তি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। এতে আতঙ্কিত এলাকাবাসী।
সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টার দিকে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ডামুড্যা থানা পুলিশ ও পরে সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, ‘সোমবার সকালে উত্তর আকালবরিশ গ্রামের রাস্তার পাশে ১০টি কালো রঙের হাতব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় একটি ব্যাগের ভেতরে বেশ কিছু বোমাসদৃশ বস্তু বের হয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জননিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে রাখে।’
শরীয়তপুর আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সামিউর বলেন, ‘ডামুড্যার ধানকাঠিতে ১০ ব্যাগভর্তি বোমাসদৃশ বস্তুতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। এ খবর শুনে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জননিরাপত্তার স্বার্থে পুরো এলাকাটি সিল করে জনগণের চলাচলও বন্ধ করে দেন। সেনাবাহিনীর বোমা ডিস্পোজাল বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণের পর আমরা পরের পদক্ষেপ গ্রহণ করব।’
শরীয়তপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে স্থানীয়রা বিষয়টি আমাদেরকে জানালে তাৎক্ষণিক পুলিশ উপস্থিত হয়ে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে। আমরা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিশেষজ্ঞ দলকে জানালে তারা ডামুড্যার উদ্দেশে রওয়ানা হয়েছে। বিশেষজ্ঞ দলের উপস্থিত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের পরমর্শ অনুযায়ী পরের ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সকল বস্তু কারা কেন রাখতে পারেন সে বিষয়ে গভীর পর্যবেক্ষণ ও তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি আমরা। জননিরাপত্তার স্বার্থে বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা