১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

পাখি পালনকে পেশা বানিয়ে স্বাবলম্বী মসজিদের ইমাম

ইমাম হাফেজ আবু-সুফিয়ান বাদশাহ - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের সখীপুরে শখের পাখি পালনকে পেশা হিসেবে বেছে নিয়ে স্বাবলম্বী হয়েছেন মসজিদের ইমাম হাফেজ আবু-সুফিয়ান বাদশাহ।

সোমবার সকালে সরেজমিনে ওই ইমামের দোকানে দেখা গেছে, ছোট-বড় সারি সারি খাঁচায় টিয়া, ময়না, বাজরিগার, কোয়েল, ঘুঘু এবং কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি শোভা পাচ্ছে। একটু পরপর ক্রেতারাও ভিড় করছেন পাখি বা পাখির খাবার কেনার জন্য।

জানা গেছে, আবু-সুফিয়ান প্রতি মাসে প্রায় তিন লাখ টাকার বিভিন্ন প্রজাতির পাখি বিক্রি করেন।

আবু-সুফিয়ান জানান, ‘তিনি মসজিদে ইমামের দায়িত্ব পালন করে মাস শেষে সর্বোচ্চ ১০ হাজার টাকা বেতন পেতেন। এতে তার পরিবার নিয়ে চলতে ভীষণ কষ্ট হতো। শৈশব থেকেই তিনি পাখি খুব পছন্দ করতেন। বিভিন্ন প্রজাতির পাখি পালনও করতেন শখের বসে। সেই শখকেই মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা হিসেবে বেছে নেন।’

তিনি জানান, ‘চার বছর আগে ২০ হাজার টাকা নিয়ে শুরু করা এই পাখি ব্যবসায় তার বর্তমান পুঁজি প্রায় ৩০ লাখ টাকা। গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার টাকার পাখি ও পাখির খাবার বিক্রি করতে পারেন তিনি।’

তিনি আরো জানান, ‘তিনি শিগগিরই বড় পরিসরে কোয়েল পাখির খামার করবেন, কারণ বাণিজ্যকভাবে কোয়েল পাখিতে সবচেয়ে বেশি লাভ করা যায়। এ পাখির রোগও কম হয়।’


আরো সংবাদ



premium cement
তামিমের অবসরে যে বার্তা দিলেন মুশফিক-মাহমুদুল্লাহ চুয়াডাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে খালেদা জিয়া-তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের রেকর্ডের পরিসংখ্যান ড. ইউনূসের ৫ মামলা বাতিলে আইনি দুর্বলতা পাওয়া যায়নি : আপিল বিভাগ ভ্যাট অধ্যাদেশ প্রত্যাহার ও টিসিবির ট্রাক-সেল চালুর দাবি নাগরিক কমিটির বিদেশে টাকা পাচারকারিরা এখনো প্রোপাগান্ডা ছড়াচ্ছে : প্রেস সচিব ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দিলেন ‘ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত’ ট্রেসি অ্যান ৫ আগস্টের পর যেমন আছে ত্রিপুরার সীমান্তবাসীরা কুষ্টিয়ায় ড্রাম ট্রাক চাপায় নিহত ১, আহত ৩ শীত ঝড়ের কারণে আমেরিকাতে ৩ হাজার ফ্লাইট বাতিল

সকল