১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

হোসেনপুরে মায়ের স্বপ্ন পূরণে ১২ বছর পর হেলিকপ্টারে প্রবাসী ছেলের বাড়ি ফেরা

হোসেনপুরে মায়ের স্বপ্ন পূরণে ১২ বছর পর হেলিকপ্টারে প্রবাসী ছেলের বাড়ি ফেরা - ছবি : নয়া দিগন্ত

অজপাড়াগাঁয়ে বসবাসকারী এক মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে ছেলে যেন বাড়িতে আসে। সেই স্বপ্ন পূরণ করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরের মো: মাজহারুল ইসলাম নামের এক যুবক।

তিনি উপজেলার জিনারী ইউনিয়নের চরহাজীপুর গ্রামের ফকির বাড়ির নুরুল ইসলামের ছেলে।

রোববার (১০ নভেম্বর) বিকেলে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে নিজ বাড়িতে আসেন।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে জানা যায়, নুরুল ইসলাম ও রাজিয়া বেগম দম্পত্তির ছয় ছেলে-মেয়ের মধ্যে মাজহারুল ইসলাম দ্বিতীয়। মাজহারুল দীর্ঘ ১২ বছর মালেশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে মায়ের ইচ্ছে পূরণে হেলিকপ্টারে করে নিজ বাড়ি ফিরেন তিনি।

বড় ভাই আনসারুল ইসলাম বলেন, আমার ভাই এতো বছর পর বাড়ি আসবে হেলিকপ্টারে চড়ে, এটাই মায়ের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হওয়ায় পরিবারের সবাই খুশি।

এ সময় আবেগ আপ্লুত মা রাজিয়া বেগমকে দেখা যায়, ফুলের তোড়া দিয়ে ছেলেকে বরণ করছেন। তিনি বলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে এতো বছর পর আমার ছেলে বাড়ি ফিরেছে হেলিকপ্টারে। এতে আমার দীর্ঘদিনের ইচ্ছা ও স্বপ্ন দুটোই পূরণ হওয়ায় খুবই স্বস্তি পেয়েছি।


আরো সংবাদ



premium cement