১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফতুল্লায় কিশোর গ্যাংদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

ফতুল্লায় কিশোর গ্যাংদের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু - ছবি : প্রতীকী

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংদের ছুরিকাঘাতে তামিম (১৮) নামে এক যুবককে হত্যা করেছে।

রোববার (১০ নভেম্বর) রাতে চিকিৎসাধীনবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় নিহত যুবককে ছুরিকাঘাত করা হয়।

নিহত তামিম ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার আলমগীরের ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, প্রথমে তাকে নারায়নগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে আজ সেখানে তার মৃত্যু হয়।

এ ঘটনার পরপরই পুলিশ কিশোর গ্যাংয়ের দু’সদস্য রায়হান (১৬) ও ফালানকে (১৭) আটক করে।

গ্রেফতার আসামিরা হলেন ফতুল্লা মডেল থানার লালপুর পৌষাপুকুর এলাকার জালাল আহম্মেদের ছেলে রায়হান ও একই এলাকার মনির হোসেনের ছেলে ফালান।

জানা গেছে, ‘বড় ভাই ও ছোট ভাই নিয়ে নিহতের সাথে অভিযুক্তদের সাথে কথা কাটাকাটি হয়। এতে অভিযুক্তরা নিহতের পেটে ও বুকে একাধিক বার ছুরিকাঘাত করে। প্রথমে স্থানীয়রা তাকে নারায়নগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে রোববার রাত আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘এ ঘটনায় নিহতের চাচা মো: শাহালম প্রথমে হত্যাচেষ্টার ঘটনায় চার জনের নাম উল্লেখ্যসহ অজ্ঞাতনামা আরো পাঁচ থেকে ছয়জনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে। ওই মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তিত হবে। ইতোমধ্যেই পুলিশ সাইফুল ও রায়হানকে (১৬) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


আরো সংবাদ



premium cement