মুন্সীগঞ্জে মহিলা জামায়াতের ইউনিট সভানেত্রী-সেক্রেটারি সম্মেলন
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ০৯ নভেম্বর ২০২৪, ১৮:২৫
মুন্সীগঞ্জে জেলা মহিলা জামায়াতের ইউনিট সভানেত্রী ও সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ অক্টোবর) সকাল ৯টায় মুন্সীগঞ্জ পৌরসভার আনন্দ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি বিউটি বেগমের সভাপতিত্বে ও কর্মপরিষদ সদস্য সুরমা বেগমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন ও অফিস বিভাগীয় সেক্রেটারি রোজিনা আক্তার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক শামীমা বেগম, কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সেক্রেটারি খন্দকার আয়েশা সিদ্দিকা, ইসলামী ছাত্রী সংস্থার মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি সায়মা ইসলাম, ইসলামী ছাত্রী সংস্থার শহর শাখার সভানেত্রী হাফসা শামস প্রমুখ।
সায়মা ইসলাম বলেন, ‘ইউনিট হচ্ছে জামায়াতের মূল বুনিয়াদি কারখানা। এ কারখানার পরিচালক হিসাবে ইউনিট সভানেত্রীরা নিজেকে কুরআন সুন্নাহর আলোকে গড়ে তুলতে হবে। জ্ঞান অর্জন ও উন্নত আমলের অনুশীলন করতে হবে। মা যেমন সন্তানকে গড়ে তুলে, জনশক্তিকে সেভাবে গড়ে তুলতে হবে বলে তিনি উপস্থিত সকলকে পরামর্শ দেন।’