ফ্যাসিস্ট আ’লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত : ডা. ইরান
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ নভেম্বর ২০২৪, ১৭:১১
ফ্যাসিস্ট আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তে লিপ্ত মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিভিন্ন চক্রান্ত চালাচ্ছে। খুনী হাসিনা মানবতাবিরোধী গণহত্যার জন্য অনুশোচনা না করে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।’
শনিবার ( ৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে দলীয় কার্যালয়ে পল্টন থানা লেবার পার্টির নবগঠিত কমিটির মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনার ডুগডুগি বাজিয়ে আওয়ামী লীগ গনতন্ত্র ও মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। হত্যা, খুন-গুম ও আয়না ঘরের মাধ্যমে বিগত ১৫ বছরে বাংলাদেশকে আওয়ামী জাহিলিয়াতে পরিণত করেছে। তাই বাকশালী অপশক্তিকে রুখে দাঁড়াতে লেবার পার্টি ও ছাত্রমিশনকে শক্তিশালী করতে হবে।’
পল্টন থানা লেবার পার্টির সভাপতি দেলোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মো: মিরাজ খান, ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মো: মিলন, সাধারণ সম্পাদক মো: নাজমুল ইসলাম মামুন, নগর সহ-সাধারণ সম্পাদক মো: আবু নোমান।
এ সময় পল্টন থানা লেবার পার্টির সাধারণ সম্পাদক খন্দকার মো: সুমন, সহ-সভাপতি জাফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: মিথুন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো: আজিজ, দফতর সম্পাদক তারেক রহমান, প্রচার সম্পাদক সৈয়দ মো: জসিম উদ্দিন, অর্থ সম্পাদক নেহাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, মহিলা সম্পাদক সুমা আক্তার, সদস্য মো: আলামিন, মো: ইসরাইল, ইমাম হোসেন, সৈয়দ মো: সাগর, মো: আজগর আলী, বিপ্লব হোসেন, ফরিদা আক্তার ও রাসেল হোসেন উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা