১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

আশুলিয়ায় ডিস ব্যবসা দখলে নিতে ব্যবসায়ীকে মারধর

- ছবি : নয়া দিগন্ত

ঢাকার আশুলিয়ায় ডিস ব্যবসা দখলে নিতে নাজমুল মোল্লা (৩৫) নামের এক ডিস ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ওই ডিস ব্যবসায়ী ছয়জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শনিবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় মারধরের শিকার হন তিনি।

ভুক্তভোগী ডিস ব্যবসায়ী নামজমুল মোল্লা আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার আবুল হোসেন মোল্লার ছেলে এবং ওই এলাকার সিফাত স্যাটেলাইটের কর্ণধার।

অভিযুক্তরা হলেন, আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকার মজিবর মোল্লার ছেলে কাদের মোল্লা (৪৫), একই এলাকার মাসুম আলীর ছেলে কামরুল (২২), আনছুর আলী মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৮) ও সাদ্দাম (২৪), জসিম মোল্লার ছেলে আব্বাস আলী (৩৪) এবং মজিবর মোল্লার ছেলে মিঠুন মোল্লা (২৬)।

ভুক্তভোগী নাজমুল জানান, ‘দীর্ঘ ২২ বছর ধরে তিনি এই এলাকায় ডিস ব্যবসা পরিচালনা করে আসছেন। শুক্রবার রাতে ওই এলাকা থেকে ডিস বিল তুলে তিনি বাড়ি ফিরছিলেন। পথে বুড়িপাড়া মোড়ে পৌঁছালে আগে থেকে উৎ পেতে থাকা কাদের মোল্লার নেতৃত্বে আরো পাঁচজন নাজমুলকে গতিরোধ করে এবং ডিস বিল কেন তুলতে গেছে জানতে চায়। পরে এর প্রতিবাদ করে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় আশপাশের লোকজন এলে তারা চলে যায়। এ সময় তার কাছে থাকা ডিস বিলের ৩৮ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন (আইফোন) নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করান।’

তিনি আরো জানান, ‘গত ৭ অক্টোবর রাতেও নাজমুলের ডিস লাইনের তার কেটে ফেলে দুর্বৃত্তরা। পরে ওই ঘটনায় তিনি থানায় একটি অভিযোগ করেন। প্রতি মাসে তাদেরকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে, না দিলে ব্যবসা করতে পারবে না বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় বিবাদী কারোর বক্তব্য পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, ‘ঘটনায় ডিস ব্যবসায়ী থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’


আরো সংবাদ



premium cement