১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

নারায়ণগঞ্জে জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ

২০২৫-২৬ সেশনের জন্য শপথ গ্রহণ করেছেন মুহাম্মদ আবদুল জব্বার - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির হিসেবে ২০২৫-২৬ সেশনের জন্য শপথ গ্রহণ করেছেন মুহাম্মদ আবদুল জব্বার।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে শহরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা দক্ষিণ অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান মিলন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ ও ঢাকা অঞ্চল দক্ষিণ টিম সদস্য অ্যাডভোকেট মাশরুর আলম ও মাওলানা আবদুল মান্নান।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলা আমির মুমিনুল হক সরকার, মহানগরী জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল কাইয়ূম, জেলা জামায়াত সেক্রেটারি জাকির হোসাইন, ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক ড. ইকবাল হোসাইন ভূইয়া, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি জামাল হোসাইন প্রমুখ।

এর আগে ২০২৩-২০২৪ সেশনেও নারায়ণগঞ্জ মহানগরীর আমির হিসেবে দায়িত্ব পালন করেন মুহাম্মদ আবদুল জব্বার। এছাড়া ছাত্রজীবন শেষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ও ২০১৪-১৫ সালে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।


আরো সংবাদ



premium cement