০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুন্সীগঞ্জে জামায়াতের উপজেলা আমিরদের শপথ গ্রহণ

জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের জন্য উপজেলা আমিরদের শপথ গ্রহণ - ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ জেলা জামায়াতের ২০২৫-২০২৬ সেশনের জন্য উপজেলা আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টায় মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা আমির হিসাবে যারা শপথ নিলেন তারা হলেন মুন্সীগঞ্জ সদরের আমির নুরুল আমিন সিকদার, মুন্সীগঞ্জ পৌরসভার এইচ এম বায়েজীদ, মিরকাদিম পৌরসভার মাওলানা মুহাম্মদ গোলাম জিলানী, টুংগীবাড়ীর মাওলানা মোহাম্মদ আব্দুল বারী, সিরাজদিখান উপজেলার মাওলানা মোহাম্মদ কবির হোসাইন, শ্রীনগর উপজেলার মো: বিল্লাল হোসেন, লৌহজং উপজেলার মো: জামাল উদ্দিন, লৌহজং পদ্মা উপজেলার মাওলানা আনোয়ার হোসেন, গজারিয়া উপজেলার মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ।

এছাড়াও জেলা মজলিসে শূরার ২২ জন পুরুষ ও ১৩ জন নারী সদস্য শপথ গ্রহণ করেন।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এ কে এম ফখর উদ্দিন রাজির সঞ্চালনায় কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও জেলা জামায়াতের আমির মাওলানা আ জ ম রুহুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী ও জেলা কর্মপরিষদ সদস্যরা।

শপথ গ্রহণ অনুষ্ঠানে আ জ ম রহুল কুদ্দুস বলেন, ‘৫ আগস্টের আন্দোলন মাত্র কিছু দিনের না, এ আন্দোলন শুরু হয়েছে ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে।’

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে এটা আমাদের চুড়ান্ত বিজয় না, আমাদের চুড়ান্ত বিজয় সেই দিন হবে যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। মানুষ জামায়াতের দাওয়াত গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে আছে তাই সকল ঘরে ঘরে ইসলামি আন্দোলনের দাওয়াত পৌঁছাতে হবে।’

 


আরো সংবাদ



premium cement