১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

বোয়ালমারীতে যুবকের আত্মহত্যা

বোয়ালমারীতে যুবকের আত্মহত্যা - ছবি : প্রতীকী

ফরিদপুরের বোয়ালমারীতে নিজ গলায় ধারালো বটি চালিয়ে নজরুল চৌধুরী নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জয়পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

ডহরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বিষয়টি নিশ্চিত করেছেন।

নজরুল উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা পশ্চিমপাড়ার মরহুম ছত্তার চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘মানসিক ভারসাম্যহীন নজরুলের মধ্যে আত্মহত্যার প্রবণতা আগে থেকেই ছিল। ইতোপূর্বে তিনি দু’থেকে তিনবার গলায় রশি নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের আড়ালে নিজ বাড়িতে রান্নাঘরে গিয়ে ধারালো বটি নিজের গলায় চালিয়ে দিলে সাথে সাথে মাটিতে পড়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বোয়ালমারী থানার ডহরনগর ফাঁড়ি পুলিশ লাশ উদ্ধার করে।

পরমেশ্বরদী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সাহিদুর রহমান সাহিদ বলেন, ‘শুক্রবার বিকেলে নজরুল রান্না ঘরে গিয়ে বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন। তিনি দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী ও দু’সন্তান রয়েছে।

পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর শরীফ বলেন, ‘অসুস্থ নজরুল মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম রসুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


আরো সংবাদ



premium cement
সবচেয়ে বেশি বয়সে এটিপি চ্যাম্পিয়ন মনফিলস বিভাগীয় ফুটবল ও অ্যাথলেটিক্স বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে : ডা. তাহের শুরুটা ভালো হয়নি ফাহাদের মিরসরাইয়ে মহামায়া লেক থেকে ৪ হাজার মিটার জাল জব্দ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ ‘পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য’ সংশোধনের দাবি ৫ মাস পর জুলাই আন্দোলনে আহত মনিরুজ্জামানের মৃত্যু ২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা

সকল