১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬
`

সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিহত মোটরসাইকেল চালক বাঁধন - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলচালক বাঁধন (১৮) ও রাতুল (২৫) নামের দু’যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত বাঁধন ওই এলাকার ইরতা গ্রামের মো: নুর হোসেনের ছেলে ও রাতুল (২৫) সদর উপজেলার গড়পাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম পাংকু মিয়ার ছেলে। আহত লাদেন হোসেন (১৭) তালেবপুর ইউনিয়নের রকেট দেওয়ানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগাইর থেকে একটি ট্রাক উপজেলার তালেবপুর উচ্চ বিদ্যালয়ের সামনে ইরতা রোডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলচালক বাঁধন ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেলে থাকা অন্য দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন।

লাদেন হোসেনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয় জনতা ট্রাকসহ ড্রাইভারকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ট্রাকচালক সোহেল (২৫) ওই এলাকার রসূলপুর গ্রামের হাসেমের ছেলে বলে জানা গেছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। পরে আইনিব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
বিভাগীয় ফুটবল ও অ্যাথলেটিক্স বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে : ডা. তাহের শুরুটা ভালো হয়নি ফাহাদের মিরসরাইয়ে মহামায়া লেক থেকে ৪ হাজার মিটার জাল জব্দ যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেক রহমানসহ বিএনপির ৩ নেতাকে আমন্ত্রণ ‘পাঠ্যপুস্তকে বিএনপি সম্পর্কে ভুল তথ্য’ সংশোধনের দাবি ৫ মাস পর জুলাই আন্দোলনে আহত মনিরুজ্জামানের মৃত্যু ২৭ হাজার টন চাল নিয়ে ভারত থেকে জাহাজ এলো চট্টগ্রামে আসামি ছিনতাই হওয়ার অভিযোগে শ্রীনগর থানার ওসি ক্লোজড ঐক্যের ফাটল মেরামতের উপায় খুঁজছে বিএনপি ও তার মিত্ররা লালপুরে সড়ক দুর্ঘটনায় ইউপি সদস্য নিহত

সকল