০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জাপানের এনইএফ বৃত্তি পেল বশেমুরকৃবির ২০ শিক্ষার্থী

- ছবি : নয়া দিগন্ত

জাপানের নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ২০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে শিক্ষার্থীদের বৃত্তির চেক প্রদান করা হয়।

জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বার্ষিক ৩৫ হাজার টাকা হারে বৃত্তি পান। স্মাতক পর্যায়ের বিভিন্ন লেভেলের মোট ২০ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হয়।

এনইএফ বাংলাদেশ কমিটির কো-অর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো: আমজাদ হোসেন সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো: আবদুল্লাহ মৃধা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং পরিবেশ সুরক্ষার জন্য আরো বেশি কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, নাগাও ন্যাচারাল ইনভায়রনমেন্ট ফাউন্ডেশনের (এনইএফ) জাপানের একটি বেসরকারি সংস্থা। উন্নয়নশীল দেশগুলোর পরিবেশ সুরক্ষার জন্য এনইএফ ১৯৮৯ সালের নভেম্বরে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি থেকে এগ্রিকালচার, ফিশারিজ ও অ্যানিম্যাল সায়েন্স-এর স্মাতক পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের আরো চারটি বিশ্ববিদ্যালকে এই বৃত্তির আওতায় আনা হয়েছে। অপর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।


আরো সংবাদ



premium cement
১৫ সদস্য নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন অবশেষে অন্তর্বর্তী ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্যের পদত্যাগ ডেঙ্গু আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ নবাবগঞ্জে আড়াই বছর পর কবর থেকে ৩ যুবকের লাশ উত্তোলন শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির অপচেষ্টা চলছে : নজরুল ইসলাম ‘সিপাহী-জনতার যুগপৎ বিপ্লব ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ’ আমি নভেম্বর বিপ্লব দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী : ভারত সরকারের মুখপাত্র ইসলামী ব্যাংকে গ্রাহকের আস্থা

সকল