০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

স্ত্রীর পরকীয়ার জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ভাবীর সাথে দেবরের পরকীয়া - ছবি : নয়া দিগন্ত

মানিকগঞ্জে ভাবীর সাথে দেবরের পরকীয়ার ঘটনায় বড় ভাই দেশে ফেরার নয় দিনের মাথায় ছোট ভাইয়ের হাতে খুনের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রির্ফিংয়ে পুলিশ সুপার মো: বশির আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নিহত প্রবাসী জেলার সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের উজ্জল মিয়া (৩০)। ঘটনার ১৮ দিন পর অর্ধগলিত অবস্থায় ধলেশ্বরী নদী থেকে এ প্রবাসীর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা মো: রোকমান মোল্লা সিংগাইর থানায় মামলা করলে ঘটনা অনুসন্ধান করে স্ত্রী মোছা: কাঞ্চন (মনিরা), ছোট ভাই মো: ঝন্টু মিয়া এবং হত্যায় সহযোগী মাসুদকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন আসামিরা।

ঘটনার বর্ণনা জানিয়ে পুলিশ সুপার বলেন, ‘প্রবাসী উজ্জল বিদেশ থাকার সময় তার ছোট ভাই মো: ঝন্টুর সাথে তার স্ত্রী মোছা: কাঞ্চনের (মনিরা) সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে বড় ভাই দেশে ফিরে এলে সম্পর্কে বাধা পড়ে। দেশে আসার নয় দিনের মাথায় অক্টোবর মাসের ১২ তারিখ রাতে পরিকল্পিতভাবে স্ত্রী দুধের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ফেলেন এবং গামছা দিয়ে হাত, পা বেঁধে ফেলেন। এরপর দেবর ঝন্টুকে ডেকে আনলে ঝন্টু তার বন্ধু মাসুদকে ফোন করে বাড়িতে আসতে বলেন। এরপর গলায় গামছা পেঁচিয়ে স্ত্রী, ছোট ভাই এবং বন্ধু মাসুদ তাকে হত্যা করেন এবং লাশ গুম করার জন্য বাঁশের সাথে বেঁধে ধলেশ্বরী নদীর পাড়ে নিয়ে যান। সেখানে ধারালো ছুরি দিয়ে লাশের বুক চিড়ে বড় ড্রামের সাথে বেঁধে নদীতে ফেলে দেন। যাতে করে লাশ ভেসে উঠতে না পারে।’

এ ঘটনায় আগামীকাল আসামিদের আদালতে তোলা হবে বলে জানান পুলিশ সুপার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুল ওয়ারেস, অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
গাজীপুরের তুসুকা গ্রুপের ৬ কারখানার ২৩৯ শ্রমিক ছাঁটাই শাহরুখ খানকে হত্যার হুমকি ট্রাম্পের অধীনে বাংলাদেশের প্রতি মার্কিন নীতির বড় পরিবর্তনের সম্ভাবনা নেই : তৌহিদ নাটোরে যুবলীগ নেতা হত্যা : ২৫ জনের বিরুদ্ধে মামলা নওগাঁয় বিদ্যুৎপৃষ্টে কাঠমিস্ত্রির মৃত্যু ট্রাম্পের জয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নতির আশা করছে তালেবান ট্রাম্পের জয়ে ১৯ ভারতীয় সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা উঠবে, আশা দিল্লির দ্রুত নির্বাচনই দেশের জন্য মঙ্গল : শাহজাহান নাইক্ষ্যংছড়ি সীমান্তের বিওপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক ‘সংসদ নির্বাচনের ব্যবস্থা করে দেশে প্রকৃত গণতন্ত্র উপহার দিতে হবে’ আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের

সকল