০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, empty
`

‘জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে’

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন - ছবি : নয়া দিগন্ত

জনগণ নির্বাচনের রোডম্যাপ চায়, নইলে সড়কে নেমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। তিনি বলেন, দেশে নতুন করে স্বাধীনতা এসেছে, তবে ভোটাধিকার আসেনি। তাই দ্রুত সময়ে নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর কাজী আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত হাজীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেছেন, ‘আওয়ামী লীগের কারণে বিগত সময়ে মিটিং মিছিল করতে পারিনি। ডামি নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছিল শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগের প্রেতাত্মাদের সাংবিধানিক সঙ্কট সৃষ্টি করে ক্ষমতায় আসার আর সুযোগ দেয়া হবে না। জনগণ এবং গণতন্ত্রের প্রতি বিএনপির বিশ্বাস আছে। পেছনের দরজা নয়, জনগণের ম্যান্ডেট নিয়েই বিএনপি ক্ষমতায় আসবে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টি একটি কুলাঙ্গার। তারা আওয়ামী লীগের সকল অপকর্মের সাথী ছিলেন।’

হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য জাহিদুল ইসলাম সরকারের সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফারুক উদ্দিন ভুইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শহর বিএনপির সাবেক সভাপতি গোলাম কবির কামাল, হাজীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল হান্নান সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।


আরো সংবাদ



premium cement
জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত ট্রাম্পকে দ্বিতীয়বার কেন সুযোগ দিয়েছে আমেরিকানরা নোয়াখালীতে করফাঁকি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহাজাহানকে অব্যাহতি ইন্টারনেটের দাম কমাতে বিটিআরসিকে প্রস্তাব দিল আইআইজিএবি বাংলাদেশী নৌকাসহ জেলেদের অন্যায়ভাবে ধরে নেয়ায় জামায়াতের উদ্বেগ অর্থনৈতিক উন্নয়নে নৈতিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা অতি আত্মবিশ্বাসী হয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না : নেতাকর্মীদের তারেক রহমান বুদ্ধিমান উকিল ও বোকা গোয়ালার গল্প তরুণ প্রজন্ম ও ৭ নভেম্বরের বিপ্লব শায়খ আহমাদুল্লাহকে একুশে পদক দেয়ার আহ্বান আলেম সমাজের ঐতিহাসিক ৭ নভেম্বর : নির্মোহ দৃষ্টিতে

সকল