১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

বশেমুরকৃবিতে রেজিস্ট্রার পদে যোগ দিলেন মো: আবদুল্লাহ

রেজিস্ট্রার মো: আবদুল্লাহ মৃধা - ছবি : নয়া দিগন্ত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) নতুন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আবদুল্লাহ মৃধা।

মঙ্গলবার (৫ নভেম্বর) মো: আবদুল্লাহ মৃধা রেজিস্ট্রার পদে যোগদান করেন। 

এর আগে সোমবার (৪ নভেম্বর) বশেমুরকৃবির ভিসি প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে এবং শারমিন নাহার (উপ-রেজিস্ট্রার) স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে তাকে নিয়োগ দেয়া হয়।

এ পদে যোগদানের আগে তিনি ডেপুটি রেজিস্ট্রার হিসেবে বশেমুরকৃবির রেজিস্ট্রার দফতরে দায়িত্ব পালন করেছেন।

মো: আবদুল্লাহ মৃধা নসসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিভাগে স্নাতক এবং একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে তিনি এল এল বি ডিগ্রি অর্জন করেন। এর আগে তিনি বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন।


আরো সংবাদ



premium cement