১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সিরাজদিখানে প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা

- ছবি : প্রতীকী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

লিপি আক্তার মানবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী এবং একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে লিপি আক্তার ঘরের বাইরের বাথরুমে যান। এ সময় তার সাত বছরের ছেলে মো: মুস্তাকিম ও তিন বছরের মেয়ে আয়েশা আক্তার মা ঘরে আসতে দেরি দেখে দু’জনে বাইরে গিয়ে মায়ের রক্তাক্ত লাশ দেখতে পায়। ছেলে-মেয়ের চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে ওই গৃহবধূ খুন হয়েছে, তা জানার চেষ্টা চলছে। তবে ওই গৃহবধূর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।


আরো সংবাদ



premium cement