কিশোরগঞ্জে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে মানববন্ধন
- কিশোরগঞ্জ প্রতিনিধি
- ০৫ নভেম্বর ২০২৪, ১৮:১৬
কিশোরগঞ্জের ইটনা সদরে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে মানববন্ধন করেছেন বীর মুক্তিযোদ্ধারা।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১টার দিকে ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।
এ সময় মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে বীর মুক্তিযোদ্ধারা একটি স্মারকলিপিও জমা দেন। মানববন্ধনে উপজেলার সব মুক্তিযোদ্ধা ও সাধারণ ছাত্র-জনতারা যোগ দেন।
মানববন্ধনে মুক্তিযোদ্ধারা বলেন, সরকারের সাবেক উপ-সচিব ইটনা উপজেলার বাদলা গ্রামের বাসিন্দা আব্দুর রহিম মোল্লার ভুয়া মুক্তিযোদ্ধা সনদসহ উপজেলার আরো ১৫ জনের ভুয়া সনদ দ্রুত বাতিল করতে হবে।
মানববন্ধনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা জানান, শুধু ইটনায় নয়, সারা দেশের ভুয়া মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তাদের সনদ বাতিল করতে হবে। এই অপকর্মে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলসহ (জামুকা) যারা সহযোগী ছিল তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা রওশন আলী রুশো জানান, বাদলা গ্রামের সাবেক উপ-সচিব আব্দুর রহিম মোল্লা স্বাধীনতার ৫০ বছর পর ২০২১ সালে ভুয়া কাগজপত্র দিয়ে মুক্তিযোদ্ধা হন। তার ব্যাপারে স্থানীয় সব মুক্তিযোদ্ধা আপত্তি জানালেও জামুকা তাকে বিসিএস ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধা সনদ দেয়। যা তারা কোনো দিন মেনে নেননি। এ কারণে রহিমসহ দেশে যত ভুয়া মুক্তিযোদ্ধা আছে তাদের সনদ বাতিল করার দাবিতে মানবন্ধন করেছে।
বীর মুক্তিযোদ্ধা মো: আল মামুন ও শেখ আব্দুল মতিন বলেন, আমরা জানি দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ৮৫ হাজার। পরে বিভিন্ন সরকার ক্ষমতায় গিয়ে তাদের লোকদের দিয়ে মুক্তিযোদ্ধার সংখ্যা কেবল বাড়িয়েছে। আজ দেশে কয়েক লাখ মুক্তিযোদ্ধা। সঠিকভাবে যাচাই করা হলে এ তালিকা থেকে অনেকে বাদ পড়বেন। আমরা চাই কেবল প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় থাকবে। ভুয়াদের বাদ দিতে হবে।
মুক্তিযোদ্ধারা আরো বলেন, ভুয়া মুক্তিযোদ্ধা হয়েও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিচ্ছেন তারা। চাকরি পাচ্ছেন। রাষ্ট্রীয় সম্মানে তাদের কবর দেয়া হচ্ছে। এগুলো আসলে মহান মুক্তিযুদ্ধের ওপর কালিমা লেপনের মতো। আমরা চাই এগুলো বন্ধ হোক। এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
মানববন্ধন উপলক্ষে আয়োজিত মুক্তিযোদ্ধা জনতার প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা লেখক ও গবেষক রওশন আলী রুশো, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা আল মামুন, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা নিহারেন্দু দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা