১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সোনারগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

সোনারগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার জামপুরের সেকেরহাট এলাকায় জামপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল।

জামপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এমদাদুল হক দিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সনমান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান আলী সরকার, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কাজী এনামুল হক রবিন, সোনারগাঁও উপজেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন, সোনারগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, সাবেক দফতর সম্পাদক আবু জাফর মুসা। এ সময় জামপুর ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল বলেন, ১৯৭৫ অভ্যুত্থানের মতো ২০২৪ আরো একটি গণঅভ্যুত্থান হয়েছে। ১৯৭৫ ছিল সামরিক অভ্যুত্থান। ওই অভ্যুত্থানে বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান বন্দীদশা থেকে মুক্ত হন। বিগত ১৬ বছর ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে মামলা-হামলা, জেল, জুলুম ও অত্যাচার করেছে। গণঅভ্যুত্থানে এবারো বিএনপি মুক্ত হয়েছে।

তিনি আরো বলেন, গত ৫ আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিএনপির কিছু নামধারী নেতা সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি শুরু করে দিয়েছে। চাঁদাবাজদের আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলব। আগামীর বাংলাদেশ চাঁদাবাজ ও দখলবাজমুক্ত গড়ে তুলতে হলে ঐক্যের কোনো বিকল্প নাই।


আরো সংবাদ



premium cement