কোটালীপাড়ায় ইজিবাইকচাপায় শিশু নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ০৫ নভেম্বর ২০২৪, ১৬:২৯
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ইজিবাইকের চাপায় আরিয়ান (৫) নামের এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কের বড় দক্ষিণপাড় মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান কোটালীপাড়া উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামের হক মিয়ার ছেলে।
কাটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল জানান, শিশু আরিয়ান সড়ক পাড় হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সূত্র : বাসস