গোপালগঞ্জে মসজিদে যাওয়ার পথে বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- গোপালগঞ্জ প্রতিনিধি
- ০৫ নভেম্বর ২০২৪, ১৫:১৪, আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১৫:১৪
গোপালগঞ্জের কাশিয়ানীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে আব্দুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে কাশিয়ানী উপজেলার রাজপাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস শেখ ওই গ্রামের মরহুম হাসেম শেখের ছেলে। তিনি রং মিস্ত্রি ছিলেন।
নিহতের মেয়ে নিলুফা বেগম জানান, প্রতিদিনের মতো মঙ্গলবারও দক্ষিণপাড়া মার্কাস মসজিদে ফজরের নামাজ পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন কুদ্দুস। পথে কামাল শেখের পুকুরপাড়ে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পানিতে ফেলে রেখে যায়। এ সময় কুদ্দুসের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুল করিম তাকে মৃত ঘোষণা করেন।
নিলুফা আরো জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি জ্যাকেট ও দুই জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শফিউদ্দিন খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কে বা কারা হত্যার সাথে জড়িত তা তদন্তে জানা যাবে।