১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

সাভারে কিশোরের লাশ উদ্ধার

সাভারে কিশোরের লাশ উদ্ধার -

সাভারে হেমায়েতপুরের ম্যাটকা থেকে দেলোয়ার হোসেন (১৯) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে হেমায়েতপুর ক্যাম্পের (এসআই) আমির হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার নূর নবীর ছেলে। দেলোয়ার পেশায় ভ্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে গত ৩১ অক্টোবর নিখোঁজ হয় দেলোয়ার হোসেন। পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার লাশ পাচ্ছিল না। সোমবার রাতে শ্যামপুরের ম্যাটকা এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এই ঘটনায় সাইফুল (১৯) ও আব্দুর রহমান (২০) নামে ২ যুবককে আটক করেছে পুলিশ।


আরো সংবাদ



premium cement