পাতা খেকো শামুকের তাণ্ডবে দিশেহারা কৃষক
- মো: হুমায়ূন কবীর, সাটুরিয়া (মানিকগঞ্জ)
- ০৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৪, আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ১৬:০৫
মানিকগঞ্জের সাটুরিয়ায় চারদিকে কুয়াশায় জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। রাত তখন সাড়ে ৯টা। অদূরে তাকাতেই চোখ পড়ে ইলেকট্রিক টর্স লাইটের আলো ফসলের জমিতে। এগিয়ে গিয়ে দেখা যায় কেউ লাঠি, কেউ পাঁচন দিয়ে পাতা খেকো ছোট-বড় শামুক নিধনের কাজ করছে।
ফসলি জমিতে ফুল কপির চারা থাকলেও কপালে তাদের চিন্তার ভাজ পড়েছে। হতাশার মধ্যে ভোর এবং সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত শামুক নিধনে প্রতিদিন পাহাড়া দিচ্ছে উপজেলার দিঘলীয়া, বরাইদ, দড়গ্রাম ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের কৃষক।
সোমবার রাতে সরেজমিনে দেখা গেছে, ওই শামুক ব্যপক হারে উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে। ফলে চলতি মৌসুমে ফুলকপির চারার ওপর বসে শামুক তার নরম লম্বা মুখ দিয়ে পাতা মুড়িয়ে গিলে খাচ্ছে। ওই শামুকের আক্রমণ রেহাই পাচ্ছে না বেগুনের চারাসহ বাসা বাড়ির লাউ এবং শিম গাছসহ অন্য সবজি গাছও। রাত হলেই বিভিন্ন গর্ত বা ছায়াযুক্ত ঝোপ থেকে বের হয়েই গাছের নরম অংশ বা কচি পাতা খাওয়ার জন্য ধীরে ধীরে ছুটে চলে এসে তাণ্ডব চাালায় শাখা-প্রশাখায়। ওই শামুক নিধনে কৃষি অফিসের কোনো পরামর্শ না পাওয়ায় বিপাকে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক।
স্থানীয় কৃষক পাতিলাপাড়ার জয়নাল রাতে শামুক নিধন কালে নয়া দিগন্তকে জানান, তিনি এবার ১০৫ শতাংশ জমিতে ১৪ হাজার কপির চারা রোপন করেছেন। গত কয়েক দিনেই তার পাঁচ শতাধিক চারা শামুকে খেয়ে নষ্ট করায় চার টাকা প্রতি চারা মূল্য দিয়ে আবার রোপন করতে হয়েছে। এতে তার লাভের মুখ দেখার আগেই অতিরিক্ত খরচে লোকশান গুনতে হচ্ছে।
তার অভিযোগ, এদিকে কোনো কৃষি কর্মকর্তা না আসায় শামুক নিধনে বা ফসলি চারা যাতে ক্ষতি করতে না পারে তার কোনো পরামর্শ পাওয়া যায়নি।
শামুক নিধন এবং ফসলের ক্ষতির সংবাদ সংগ্রহের সময় এগিয়ে আসেন সাভার এলাকার আরেক কৃষক সুমন। তিনি বলেন, দুই বিঘা জমিতে ফুলকপির চাষ করা হয়েছে। প্রতিদিন ভোর এবং রাতে ১৫ থেকে ১৬ দিন ধরে শামুক নিধন করলেও দুই শতাধিক চারা শামুকে খেয়ে ফেলেছে। নাইলনের জাল দিয়ে বেড়া দিয়েও শেষ রক্ষা হচ্ছে না। দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ এবং পরামর্শ না দিলে সামনে ভূট্টার মৌসুমেও কৃষকরা ব্যপক ক্ষতির শিকার হবে।
সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ওই শামুকের আক্রমণ থেকে ফসলের চারা রক্ষা করার জন্য সরেজমিনে প্রয়োজনীয় ব্যবস্থা ও পরামর্শ দেয়া হবে।’