১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

ফতুল্লায় নারী শ্রমিককে পিটিয়ে হত্যা, যুবক আটক

ফতুল্লায় নারী শ্রমিককে পিটিয়ে হত্যা, যুবক আটক - প্রতীকী

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিলুফা বেগম (৫৫) নামে এক নারী শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শান্ত (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নিলুফা বেগম কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নৈয়ার বাজারের মরহুম গণি মিয়ার স্ত্রী। তিনি ফতুল্লা থানার গাবতলী নতুন বাজারস্থ হালিম মিস্ত্রীর বাড়িতে ভাড়া থেকে বসবাস করতেন। মাসদাইরের সুমন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতেন নিলুফা।

আটক শান্ত কুমিল্লা জেলার হোমনা থানার অনন্তপুর পশ্চিমপাড়ার শামীম মিয়ার ছেলে। তিনিও ফতুল্লার হালিম মিস্ত্রীর ভাড়াটিয়া।

নিহতের ছেলে নাছির জানান, তার মা নিলুফা বেগম ওই বাড়িতে একাই ভাড়া নিয়ে বসবাস করতেন। সোমবার ভোর ৫টার দিকে তার মা রান্না ঘরে রান্না করার সময় দেখতে পান যে শান্ত তার হাতে থাকা লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর শুরু করেন। এতে তার মা বাধা দেন। ওই সময় ক্ষিপ্ত হয়ে সাথে থাকা লাঠি দিয়ে নিলুফা বেগমের মাথায় ও শরীরে আঘাত করেন শান্ত। নিলুফার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, সোমবার ভোরের দিকে নিলুফা বেগম রান্না করার সময় ওই যুবককে লাঠি দিয়ে জানালার গ্লাস ভাঙচুর করতে দেখলে বাধা দেন। এতে শান্ত নিলুফা বেগমের মাথায় সজোড়ে লাঠি দিয়ে একাধিক আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। পরে হাসাপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

ওসি আরো জানান, নিলুফা বেগমকে কেনো হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। আটক যুবক কেন এবং কোন উদ্দেশ্য নিয়ে ওই বাসায় গিয়ে ভাঙচুর করছিলেন তা জানার চেষ্টা করছে পুলিশ। আটক শান্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছেন।

ওসি বলেন, ‘যতটুকু জানতে পেরেছি তাতে আটক শান্ত মতিঝিলের দেওয়ানবাগ দরবারের উট খামারে কাজ করে।’


আরো সংবাদ



premium cement