১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১, ১১ রজব ১৪৪৬
`

টঙ্গীতে অভিযানে মাদকসহ ২২ লাখ টাকা উদ্ধার, আটক ৭২

- ছবি - ইউএনবি

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদক কারবারের সাথে জড়িত ৭২ জনকে আটক করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ মাদক দ্রব্য, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার তিন শ’ টাকা উদ্ধারের দাবি করেছে যৌথবাহিনী।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীর কেরানিরটেক বস্তিতে এ অভিযান চালায় র‌্যাব, পুলিশ ও সেনা সদস্যরা।

আটকদের মধ্যে ৫১ জন পুরুষ ও ২১ জন নারী। তাদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ৩টায় টঙ্গীর স্টেশন রোড এলাকার ওই বস্তিতে অভিযান চালিয়ে কয়েকটি ঘর থেকে মাদক দ্রব্য, বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র, নগদ টাকা উদ্ধার করে যৌথবাহিনী।

এছাড়াও টঙ্গীর হোটেল জাভান থেকে বিয়ার, ১১০০ লিটার দেশী-বিদেশী বিভিন্ন ব্যান্ডের মদসহ ৮৪ জনকে আটক করা হয়েছে।

এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় পাঁচ শ’ সদস্য অংশ নেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement