আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৭ কক্ষ পুড়ে ছাই
- আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা
- ০২ নভেম্বর ২০২৪, ১৯:২৬
ঢাকার আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুনে পুড়ে সাতটি কক্ষ ছাই হয়ে গেছে। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২ নভেম্বর) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ী গোচারটেক এলাকার জাকির হোসেনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ আগুনের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ‘বিকেলে আধা পাকা ঘরের একটি কক্ষ থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক ওই কলোনির অন্যান্য কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ৪০ মিনিটের মতো সময় লাগে। আগুনে আধা পাকা ঘরের দু’টি কক্ষ ও টিনসেড ঘরের পাঁচটি কক্ষ এবং মালামাল পুড়ে ছাই হয়ে যায়।’
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সায়েম মাসুম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। পরে একটি ইউনিট ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি আগুন নেভাতে ৪০ মিনিটের মতো সময় লাগে। আগুন নিভে যাওয়ায় অন্য ইউনিটটি আর ঘটনাস্থলে যায়নি।’
তিনি বলেন, ‘গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানান। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না, তবে চার থেকে সাড়ে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা